যে কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। প্র্যাকটিস করুন ও নিজেকে তৈরী করে তুলুন সরকারি চাকরির পরীক্ষার জন্য - SSC, RRB, IBPS, UPSC, PSC, MTS, GROUP D ও অন্যান্য পরীক্ষাগুলির জন্য।
Practice Makes you perfect and more confidant. Learn & Practice GK Question for the upcoming competitive exams like SSC, CGL, CHSL, RRBs, UPSC, PSC, WBCS, MTS, GROUP D, STATE POLICE, and other competitive exams. take the test and improve your knowledge and timing.
Practice set no: BBPS007
Topic: Misselenious
Full Time: 10 mins
Full Marks: 25
To read in English click here

general knowledge, general knowledge questions, general knowledge 2020, gk, gk questions, gk question, gk today, gktoday, GK2020, Quizzes
1. ভারত থেকে প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ীর কে ছিলেন?
ক) ইন্দিরা গান্ধী
খ) মাদার তেরেসা
গ) কবিতা কৃষ্ণন
ঘ) সরোজিনী নাইডু
2. এই রেল স্টেশনগুলির মধ্যে কোনটি UNESCO - র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট?
ক) খড়গপুর রেলওয়ে স্টেশন
খ) হাওড়া স্টেশন
গ) ছত্রপতি শিবাজি টার্মিনাস
ঘ) কানপুর কেন্দ্রীয়
3. এসিটিক অ্যাসিডের রাসায়নিক সূত্রটি .................
ক) CH3COH
খ) CH3COOH
গ) CH3COCH3
ঘ) CH2COOH
4. গিদ্ধা কোন রাজ্যের লোকনৃত্য?
ক) রাজস্থান
খ) উত্তরপ্রদেশ
গ) পাঞ্জাব
ঘ) বিহার
5. কোন পার্কটি বাংলাদেশের সাথেও এর সীমানা ভাগ করে?
ক) সুন্দরবন জাতীয় উদ্যান
খ) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
গ) কাঞ্চেদজঙ্গা জাতীয় উদ্যান
ঘ) পান্না জাতীয় উদ্যান
6. সর্বাধিক পেয়ারা উৎপাদনকারী দেশ কোনটি?
ক) ব্রাজিল
খ) চীন
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) ভারত
7. পলাশীর যুদ্ধ ................ সালে হয়েছিল
ক) 1657
খ) 1707
গ) 1757
ঘ) 1807
8. শাহ জাহান কোন রাজবংশের শাসক ছিলেন?
ক) মোগল
খ) নন্দা
গ) মৌর্য
ঘ) হর্ষঙ্ক
9. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন রাজনৈতিক দলের একটি অংশ?
ক) উনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স
খ) ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স
গ) জনতা পরিবার
ঘ) রাষ্ট্রপরিবার
10. ডলার নোটে কোন মার্কিন রাষ্ট্রপতির ছবি দেখতে পাওয়া যায়?
ক) জর্জ ওয়াশিংটন
খ) টমাস জেফারসন
গ) আব্রাহাম লিংকন
ঘ) অ্যান্ড্রু জ্যাকসন
11. অস্টিওপোরোসিস নিরাময়ে কোন ওষুধ ব্যবহার করা হয়?
ক) রাইজড্রোনেট
খ) ট্রামাডল
গ) প্রমিথাজাইন
ঘ) লেভোথিরক্সিন
12. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ছত্রাকজনিত রোগ?
ক) চর্মরোগ
খ) কলেরা
গ) জন্ডিস
ঘ) ইন্ডিগোফেরা
13. নীচের পোলিশ রিমুভারে নিচের কোনটি উপস্থিত?
ক) সাইট্রিক অ্যাসিড
খ) অ্যাসিটোন
গ) ইথিলিন
ঘ) বেনজিন
14. ১৯ এর দশকে ইউনিক্স অপারেটিং সিস্টেমটি বিকশিত হয়েছিল কোথায়?
ক) মোটো ল্যাব
খ) মাইক্রোসফ্ট ল্যাব
গ) আইবিএম ল্যাব
ঘ) বেল ল্যাব
15. যদি পণ্য A এবং B বিকল্প হয়, B পণ্যের দাম হ্রাস পেলে -
ক) B পণ্যের চাহিদা হ্রাস পাবে
খ) উভয় পণ্যের জন্য চাহিদা হ্রাস পাবে
গ) উভয় সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাবে
ঘ) A পণ্যের এর চাহিদা হ্রাস পাবে
16. "Five Point Someone: What Not to Do at IIT" বইটি লিখেছেন -
ক) ঝুম্পা লাহিড়ী
খ) আমিশ ত্রিপাঠি
গ) কিরণ বেদী
ঘ) চেতন ভগত
17. বিসিসিআইয়ের কাঠামো ও কার্য সম্পাদনের প্রস্তাব দিয়েছিলেন .................
ক) লোধা কমিটি
খ) পরেক কমিটি
গ) সেনা কমিটি
ঘ) আখিল কমিটি
18. পশ্চিমবঙ্গের সংসদীয় আসনের সংখ্যা (রাজ্যসভা) ............... টি ।
ক) 12
খ) 16
গ) 18
ঘ) 31
19. রক্তচাপ _______ দ্বারা পরিমাপ করা হয়।
ক) ব্যারোমিটার
খ) স্ফিগমোম্যানোমিটার
গ) হাইড্রোমিটার
ঘ) থার্মোমিটার
20. কানাডার রাজধানী কী?
ক) ওয়েলিংটন
খ) ক্যানবেরা
গ) অসলো
ঘ) অটোয়া
21. আখ এক প্রকারের .............
ক) লতা
খ) গাছ
গ) গুল্ম
ঘ) ঘাস
22. সাধারণত "মাইক্রোবায়োলজির জনক" নামে পরিচিত?
ক) রবার্ট হুক
খ) অ্যান্টনি ফিলিপস ভ্যান লিউউনহোইক
গ) কার্ল লিনিয়াস
ঘ) চার্লস ডারউইন
23. নিচের কোনটি 1 কিলোবাইটের সমতুল্য?
ক) 128 বাইট
খ) 256 বাইট
গ) 512 বাইট
ঘ) 1024 বাইট
24. লেনা নদীটি কোন দেশের মধ্য দিয়ে যায়?
ক) চীন
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া
ঘ) ব্রাজিল
25. কলিঙ্গ যুদ্ধ যুদ্ধ হয়েছিল ............
ক) ১৬০৪ খ্রিস্টপূর্ব
খ) ২৬১ খ্রিস্টপূর্ব
গ) ৭৩১ খ্রি
ঘ) ১১১৩ খ্রি